ঢাকা, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

১৫০০পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: ২০২২-০৮-০৮ ১৮:২৪:২৯ || আপডেট: ২০২২-০৮-০৮ ১৮:২৪:২৯

 

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫শ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজন স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

রবিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে লোহাগাড়া থানায় কর্মরত এসআই মো: সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ চেকপোস্ট বসিয়ে ১৫০০ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী ০২ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারি হলো রাজীব বড়ুয়া (৩৬), পিতা-বীরসেন বড়ুয়া, মাতা-শান্তি বড়ুয়া, সাং-দ্বীপ শ্রীকুল, ফতেখাঁরকুল, থানা-রামু, জেলা-কক্সবাজার ও দীপা বড়ুয়া (৩২), স্বামী- রাজীব বড়ুয়া, মাতা-মৃত লুদি বালা বড়ুয়া, সাং-দ্বীপশ্রীকুল, ফতেখাঁরকুল, থানা-রামু, জেলা-কক্সবাজার। তবে ওরা দুইজন বর্তমানে উখিয়ার পূর্বরত্না গ্রামে থাকেন বলে সূত্রে জানা গেছে।

মাদক কারবারির বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৩, তাং-০৭/০৮/২০২২ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। যারা এধরণের মাদকের সাথে সম্পৃক্ত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে আমাদের এধরণে অভিযান পরিচালনা সবসময় অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।