ঢাকা, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

চন্দ্রঘোনা-মিশন হাসপাতালে আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রকাশ: ২০২২-০৭-২৭ ২০:২০:০৪ || আপডেট: ২০২২-০৭-২৭ ২০:২০:০৪

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলাধীন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের এলাকার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল হতে খিয়াং পাড়া পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে বুধবার (২৭ জুলাই) বিকেল। রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন।

এসময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, সদস্য বাবলা খিয়াং, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা, হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল চাকমাসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে উক্ত রাস্তার আরসিসির কাজ করা হচ্ছে।