ঢাকা, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

চতুর্থ বারের মতো উখিয়া কলেজ জিবি’র সভাপতি হলেন বদি

প্রকাশ: ২০২২-০৭-২৬ ১৪:২২:৪৪ || আপডেট: ২০২২-০৭-২৬ ১৪:৩১:২০

 

পলাশ বড়ুয়া॥
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ গভর্ণিং বডি’র চতুর্থ বারের মতো সভাপতি হয়েছেন আবদুর রহমান বদি। এর আগেও তিনি একই কলেজে তিন বারের জিবি’র সভাপতি ছিলেন। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি।

২৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রেরিত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন ফাহিমা সুলতানা।

চিঠিতে প্রকাশ, গভর্ণিং বডির মেয়াদকাল হবে ২৬ জুলাই ২০২২ইং তারিখ হতে পরবর্তী ২ বৎসর। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্ণিং বডি গঠন সংক্রান্ত (অধিভূক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্ণিং বডি) সংশোধন সংবিধি-২০১৯ এর ০৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

একই চিঠিতে মো: নুরুল আমিন বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন করা হয়।

উখিয়া কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও জিবি’র সদস্য সচিব অজিত কুমার দাশ জানিয়েছেন, এর আগে প্রতিষ্ঠাতা প্রতিনিধি হিসেবে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দাতা প্রতিনিধি হিসেবে এড. শাহজালাল চৌধুরী, হিতৈষী হিসেবে অধ্যক্ষ মিলন বড়ুয়া, ডাক্তার প্রতিনিধি রঞ্জন বড়ুয়া রাজন, অভিভাবক প্রতিনিধি হিসেবে এড. আবদুল হক, রুহুল আমিন মেম্বার, বখতিয়ার আহমদ ও শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী অধ্যাপক শাহ আলম, তহিদুল আলম, রাজুয়ারা বেগম নির্বাচিত হয়েছেন।

তিনি এও বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যোৎসাহী প্রতিনিধি ও ডিজি প্রতিনিধি প্রক্রিয়াধীন।

এদিকে প্রথম দিন কলেজ এসে জিবি’র নতুন সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি কলেজে একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে নির্দেশনা প্রদানের পাশাপাশি এতিম দুই ছাত্রীকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিলেন। একই সাথে শিক্ষক-কর্মচারীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।