ঢাকা, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

পালিয়ে বিয়ে, বাবার মিথ্যা মামলার প্রতিবাদে মেয়ের সংবাদ সম্মেলন

প্রকাশ: ২০২২-০৭-২৬ ১০:৫৩:২২ || আপডেট: ২০২২-০৭-২৬ ১০:৫৩:২২

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ফারিয়া ইসলাম জেরিন (১৮) নামে এক তরুণী।

সোমবার (২৫ জুলাই) বিকেলে বোয়ালমারী স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

গোপালগঞ্জের বোলতাইল গ্রামের আব্দুস সালামের মেয়ে ফারিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ও মেহেদী হাসান ফাহিম (২২) দুজনই প্রাপ্তবয়স্ক। আমরা পরিবারের লোকজন ছাড়া একে অপরকে ভালোবেসে কাজী অফিসে গিয়ে গত ২ জুলাই স্বেচ্ছায় গোপনে বিয়ে করি।

বিষয়টি গত ৬ জুলাই জানাজানি হলে আমার পরিবার আমাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে ফাহিমকে তালাক দিতে বলে।

ওই তরুণী আরো বলেন, এ পরিস্থিতিতে আমি বাড়ি থেকে পালিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে স্বামীর বাড়িতে চলে আসি। তারপর আমার বাবা গত ৭ জুলাই গোপালগঞ্জ আদালতে আমার স্বামী, তার পরিবার ও আত্মীয়-স্বজনদের নামে আমাকে অপহরণ, নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা করে অহেতুক হয়রানি করে আসছেন।

এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে জেরিন সাংবাদিকদের বলেন, বিবাহিত জীবনে আমি সুখে আছি।

এসময় তিনি তার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মিথ্যা তুলে নিয়ে তাদের দুজনকে মেনে নিতে বাবাকে অনুরোধ জানান।