ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়ার সাবেক মেম্বার জয়নাল ৪০হাজার পিস ইয়াবাসহ আটক

প্রকাশ: ২০২২-০৭-২২ ০০:২১:৫৮ || আপডেট: ২০২২-০৭-২২ ০০:২১:৫৮

 

শহীদুল ইসলাম:
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ৪০ হাজার ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হয়েছে।

আটককৃত ব্যক্তি উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরোখোলা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব ১৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪ টায় রোহিঙ্গা ক্যাম্প-১৩ ব্লক- ডি এলাকার কাঁঠাল গাছ তলা বাজার থেকে তাকে আটক করে ।

উখিয়া থানা সুত্রে জানা যায়, অপহরণ, নারী নির্যাতন, অস্ত্র,মাদক,বন মামলা ২৫টি মামলা রয়েছে।এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন ইয়াবা কারবারি।

স্হানীয়রা জানিয়েছেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সহযোগিতার কারণে সাবেক ইউপি সদস্য জয়নাল বেপরোয়া হয়ে উঠে। এই ইউপি সদস্য জয়নালের নেতৃত্বে পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, মাদক, রোহিঙ্গা নারী বিয়ে সহ নানান অপরাধ কর্মকান্ডে জড়িত।

থাইংখালী বন বিট কর্মকর্তা রাকিব হোসেন বলেন, জয়নালের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে।

তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে র‍্যাব জানিয়েছেন।