ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ঢাবি’তে ভর্তির সুযোগ পাওয়া মিনহাজের পাশে রামু উপজেলা প্রশাসন

প্রকাশ: ২০২২-০৭-২১ ১০:৪৪:১৮ || আপডেট: ২০২২-০৭-২১ ১০:৪৪:১৮

রামু প্রতিনিধি::
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া রামুর মেধাবী শিক্ষার্থী মিনহাজ উদ্দিনের পাশে দাঁড়িয়েছে রামু উপজেলা প্রশাসন। সহায়তা হিসেবে দেয়া হয়েছে ১০ হাজার টাকা অনুদান।

বুধবার, ২০ জুলাই দুপুরে মিনহাজের হাতে এ অর্থ সহায়তা প্রদান করেন- রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা। এসময় রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।

রামুর রশিদনগর ইউনিয়নের কাদমরপাড়া এলাকার মেধাবি ছাত্র মিনহাজ উদ্দিন ২০১৯ সালে রশিদনগর নাদেরুজামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

মিনহাজ উদ্দিন জানান- কলেজে পড়া অবস্থায় বাবার সাহস, বন্ধুদের নিঃস্বার্থ ভালোবাসা, শিক্ষক-শিক্ষিকাদের আদর-স্নেহ, পরামর্শ, কোচিং সেন্টারের বড় ভাইদের সহযোগিতা পেয়ে এ পর্যন্ত আসা সম্ভব হয়েছে। মিনহাজের স্বপ্ন বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে পুলিশ প্রশাসনে যোগ দিয়ে অসহায়-নিপীড়িত মানুষের সেবা করা।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন- মিনহাজের মতো মেধাবি শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতে মিনহাজের স্বপ্ন পূরণে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।