ঢাকা, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

অবৈধ ঔষুধ রাখায় দুই ফার্মেসীকে লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২০২২-০৭-১৮ ০০:৩৪:০৭ || আপডেট: ২০২২-০৭-১৮ ০০:৩৪:০৭

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় দুই ফার্মেসিতে মিয়ানমারের অবৈধ ঔষুধ রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

রোববার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. তাজ উদ্দীন।

তিনি বলেন, গত শনিবার রাতে উখিয়া থানা পুলিশের সহযোগীতায় কোর্টবাজার স্টেশনের অরিয়ন ফার্মেসী ও এসএমসি মেডিকেল হল এ মিয়ানমারের ঔষুধ রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মিয়ানমারের ওমিডন ও মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ব্লেড জব্দ করা হয়।