ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু, পেট ফেটে জন্ম নিলো নবজাতক

প্রকাশ: ২০২২-০৭-১৬ ২২:৩৮:৩৪ || আপডেট: ২০২২-০৭-১৬ ২২:৩৮:৩৪

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা সাত মাস বয়সী নবজাতক। এই রিপোর্ট লিখা অব্দি বাচ্চাটি সুস্থ আছে বলে জানা গেছে। বাচ্চাটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্বামী জাহাঙ্গির আলম, স্ত্রী রত্না বেগম ও শিশু সন্তান সানজিদা। তাদের বাড়ি ত্রিশাল উপজেলায়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, নিহত স্বামী-স্ত্রী ও তাদের ৫ বছরের সন্তান নিয়ে ওই অন্তঃসত্ত্বা নারীর আলট্রাসনোগ্রাফি করাতে এসেছিল। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের আকস্মিকভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। এ সময় অন্তঃসত্ত্বা রত্না বেগমের পেটে থাকা শিশু চাপ খেয়ে সড়কেই প্রসব হয়।

নবজাতক মেয়ে বাচ্চাটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

সিএসবি-টুয়েন্টিফোরঃ১৬/৭ঃস-৮৯-১১(ক)