ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ভ্রমণ পিপাসুদের সংগঠন হিসেবে “পালং ট্রাভেলার”র যাত্রা শুরু

প্রকাশ: ২০২২-০৭-০৮ ২২:০৪:১৩ || আপডেট: ২০২২-০৭-০৮ ২২:২০:২৫

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়ার একদল ভ্রমণপিপাসুদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “পালং ট্রাভেলার” নামে একটি সংগঠন।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের অর্গানিক ইকো পার্কে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, পরিকল্পনা ও নতুন ভ্রমণের স্থান নির্ধারণসহ অভিমত ব্যক্ত করেন।

পরে উপস্থিত সকলের প্রস্তাবে ওবায়েদ চৌধুরী কে আহবায়ক, হিমু বড়ুয়াকে সদস্য সচিব ও আরাফাত হোসেন চৌধুরী কে সদস্য করে তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

ভ্রমণ পিপাসুদের সংগঠন হিসেবে "পালং ট্রাভেলার"র যাত্রা শুরু

সাংবাদিকদের মধ্যে শফিক আজাদ, পলাশ বড়ুয়া, শহীদুল ইসলাম,আব্দুল্লাহ আল আজিজ,ইমরান খান, এইচ কে রফিক উদ্দিন, ইমরান আল মাহমুদ, শিক্ষকদের মধ্যে সাইফুল ইসলাম, হিমু বড়ুয়া, নুর হোসাইন ছিদ্দিক, ঠিকাদার ওবায়েদ চৌধুরী, আরাফাত চৌধুরী, শহীদুল্লাহ সোহেল, ব্যবসায়ীদের মধ্যে নুর উদ্দিন ছিদ্দীকি পাবেল, মোবারক হোসেন, সানা উল্লাহ, দুলাল মিয়া, মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।

শুরুতে পরিচিতি সভায় কুরআন তেলাওয়াত ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপরই পরিচিতি পর্ব ও সদস্যদেরকে আইডি কার্ড বিতরণ ও মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়।