ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ফাঁসিয়াখালী কামিল মাদরাসায় অধ্যক্ষ পদে যোগদান করেছেন মাওঃ আক্কাছ

প্রকাশ: ২০২২-০৭-০৭ ২১:৪৬:৩২ || আপডেট: ২০২২-০৭-০৭ ২১:৪৬:৩২

বার্তা পরিবেশক:

পেকুয়ার ফাঁসিয়া খালী কামিল মাদরাসায় অধ্যক্ষ পদে যোগদান করেছেন মাওঃ মোহাম্মদ আক্কাছ।

গতকাল ৬ জুলাই বুধবার, ফাসিয়াখালি কামিল মাদরাসার সভাপতি ও এডিসি (জেনারেল) জাহিদ ইকবালের কাছে যোগদান পত্র জমা দিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মনসুর আলম।

এর আগে তাঁর চাকুরিকাল ;-
২০০৪ সালে ধুরুং ছমদিয়া আলিম মাদরাসায় প্রভাষক, একই বছর বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসায় প্রভাষক ( আরবী) এবং ২০১৭ সালে থেকে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।

শিক্ষা জীবন ;-
১৯৯৫ সালে বড়ঘোপ ফাজিল মাদরাসা থেকে দাখিল ও ১৯৯৭ সালে আলিম, উখিয়ার রাজাপালং ফাজিল মাদরাসা থেকে ফাজিল এবং চুনতি কামিল মাদরাসা থেকে কামিল (ফিকহ) ও আইআইউসি থেকে বিঃএ (অনার্স) ও মাস্টার্স সম্পন্ন করেন।

 

মাওঃ মোহাম্মদ আক্কাছ কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ উত্তর মগডেইলের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম ও জান্নাতুল ফেরদাউসের জৈষ্ঠ্য সন্তান। ৪ ভাই ৩ বোনের মধ্যে তিনি সবার বড় মাওলানা আক্কাছ ২ ছেলে ১ মেয়ে সন্তানের জনক।

যথাযথ দায়িত্ব পালনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানকে উন্নত শিখরে পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।