ঢাকা, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

উখিয়া অনলাইন প্রেসক্লাব’র নির্বাচন ২৪ জুন, জেলাজুড়ে আলোচনা

প্রকাশ: ২০২২-০৬-১৯ ০১:০১:৩০ || আপডেট: ২০২২-০৬-১৯ ০১:০১:৩০

 

এইচ.কে রফিক উদ্দিনঃ
কক্সবাজারের উখিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন উখিয়া অনলাইন প্রেসক্লাব’র নির্বাচন আগামী ২৪জুন অনুষ্ঠিত হবে। এ নিয়ে জেলার সাংবাদিকদের মাঝে ব্যাপক আলোচনা চলছে।

এদিকে ১৭জুন বিকালে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে ভোটার তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বলেন, উখিয়া অনলাইন প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের সংগঠন। সত্য প্রকাশে এ প্রেস ক্লাব কখনো আপোস করে না।এরই ধারাবাহিকতায় উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ২৪ জুন। প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৯ জুন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হবে।

নির্বাচন আয়োজক কমিটি অন্যান্য কর্মকান্ড সম্পাদন পূর্বক ২৪জুন বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ এবং ওই দিন ফলাফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আনছার হোসেন বলেন, আমরা সব সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকারের পক্ষে। আশা করি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে যোগ্যরা নির্বাচিত হয়ে এই সংগঠনকে এগিয়ে নেবে।