ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থার কাপ্তাই অঞ্চল কমিটি গঠিত

প্রকাশ: ২০২২-০৬-১৮ ১৮:১০:৪৬ || আপডেট: ২০২২-০৬-১৮ ১৯:২৮:২৪

 

কাপ্তাই প্রতিনিধি :
শিক্ষা, সংস্কৃতি, ঐক্য, প্রগতিকে সামনে রেখে দীর্ঘ ১২ বছর পর গত শুক্রবার (১৭ জুন) বিকেলে বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থার কাপ্তাই অঞ্চল কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি দয়ারাম তনচংগ্যা।

তাপস তনচংগ্যার সঞ্চালনায় উপস্থিত অতিথিদের আলোচনার মধ্য দিয়ে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনার মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্তি করা হয়।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক দীপ্তিময় তালুকদার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব উজ্জ্বল তনচংগ্যা, কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক সুচিত্রা তনচংগ্যা, সাবেক সাধারণ সম্পাদক অরুণ তালুকদার, বিশ্বনাথ তনচংগ্যা, বিএন তনচংগ্যা, শিক্ষক সুবিমল তনচংগ্যা, সুব্রত তনচংগ্যা, ভবতোষ তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, তনচংগ্যা সম্প্রদায়ের কর্মরত সরকারি-বেসরকারি, এনজিও প্রোগ্রাম, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ কার্বারীবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনের শেষে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত নতুন কমিটির নাম ঘোষণা করেন।

এতে অজিত কুমার তনচংগ্যাকে সভাপতি, রনজিত তনচংগ্যা রাজিব সাধারণ সম্পাদক, বিশু তনচংগ্যাকে সাংগঠিক সম্পাদক, অজিত তালুকদারকে সহ-সভাপতি, মনোরঞ্জন তনচংগ্যাকে যুগ্ন সাধারণ সম্পাদক ও তাপস তনচংগ্যাকে কোষাধ্যক্ষ করে ২৮ সদস্য বিশিষ্ট তনচংগ্যা কল্যান সংস্থার কাপ্তাই অঞ্চল কমিটি গঠিত হয়।