ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়া কলেজ জিবি’র শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

প্রকাশ: ২০২২-০৬-১১ ১৩:৫৬:১৯ || আপডেট: ২০২২-০৬-১১ ১৭:২৮:১৩

পলাশ বড়ুয়া:

বিপুল উৎসাহ উদ্দীপনায় দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০টায় অধ্যক্ষের কার্যালয়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। ৩৬জন শিক্ষক তাদের পছন্দের ২জন প্রার্থীকে নির্বাচিত করেন।

উখিয়া কলেজ জিবি’র শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

উখিয়া কলেজ গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে এবার ৩জন শিক্ষক প্রতিদ্বন্ধিতা করেন। আবারো সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে ৫ম বারের মতো শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শাহ আলম। ইতিহাস বিভাগের প্রধান তহিদুল আলম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী পেয়েছেন ১৩ ভোট।

ভোটারদের স্বত:স্পূর্ত অংশগ্রহণমূলক অবাধ-সুষ্ঠু পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়েছে। এমনটি জানিয়েছেন রিটার্ণিং অফিসার ও উখিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কুমার দাশ।

নির্বাচন পরিচালনায় সহকারী রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করেন বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, শিক্ষক পরিষদের সেক্রেটারী ছৈয়দ আকবর ও প্রভাষক আমানত উল্লাহ।

এর আগে অভিভাবক প্রতিনিধি এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক রাজু আরা সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।