ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

প্রকাশিত সংবাদে লুতু’র প্রতিবাদ

প্রকাশ: ২০২২-০৬-১১ ১৩:৩৪:৩৩ || আপডেট: ২০২২-০৬-১১ ১৩:৩৪:৩৩

গত ৫ জুন দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক দেশ-বিদেশ পত্রিকায় প্রকাশিত “শত বছরের ছাপালিশ গাছটি মারা হয়েছে আগুনে” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।

উক্ত সংবাদে লুতু নামে এক ব্যক্তি গাছের শাখা-প্রশাখা কেটে টেবিল চেয়ার বানিয়েছে উল্লেখ করা হয়েছে। যা অবান্তর। ভিত্তিহীন। বানোয়াট। আমি একজন ইজিবাইক চালক হিসেবে অতিকষ্টে জীবন অতিবাহিত করছি। স্থানীয় কিছু দুষ্কৃতিকারী উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করেছেন। যা সরেজমিনে তদন্ত করলে প্রকৃত সত্যতা বেরিয়ে আসবে।

উক্ত সংবাদে আমার নাম উল্লেখ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে প্রকাশিত সংবাদে আমার নাম দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

প্রতিবাদকারী
লুৎফুর রহমান প্রকাশ লুতু
পিতা- আবদুল করিম
সাং- গুচ্ছগ্রাম, ডাকঘর- উখিয়া
উপজেলা-উখিয়া, জেলা- কক্সবাজার।