ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

জাতীয় শিক্ষা সপ্তাহে সকল বিজয়ীকে মৌলভীবাজার জেলা প্রশাসক এর অভিনন্দন

প্রকাশ: ২০২২-০৬-০১ ১৪:১৫:২৩ || আপডেট: ২০২২-০৬-০১ ১৪:১৫:২৩

 

জোবায়ের আহমদ, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান “জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২” এর বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ও বিভিন্ন ইভেন্টে সকল বিজয়ীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিভিন্ন ক্যাটগরিতে যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন;

শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (বিদ্যালয়) – দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ( মাদ্রাসা)- মোল্লা শাহিদ আহমদ, অধ্যক্ষ, সাতগাও সামাদিয়া আলিম মাদ্রাসা, শ্রীমঙ্গল,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়)- মোঃ এনাম উদ্দিন, প্রধান শিক্ষক, ইটাউরি হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বড়লেখা,শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক( মাদ্রাসা)- ড. মোহাঃ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক (বাংলা), চান্দগ্রাম এ. ইউ. ফাজিল মাদ্রাসা, বড়লেখা, শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়)- শাহ আহমেদ জুবায়ের, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয, শ্রেষ্ঠ শিক্ষার্থী (কারিগরি)- মোঃ রিপন আহমদ, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট,শ্রেষ্ঠ স্কাউট- অমিষা দাস সৃষ্টি, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,শ্রেষ্ঠ রোভার – তাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রেষ্ঠ রেঞ্জার – শেখ শায়লা আক্তার লিশা, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ- হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস গাইড গ্রুপ, মৌলভীবাজার সদর, শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ – মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ রেঞ্জার গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ- মৌলভীবাজার সরকারি কলেজ বিএনসিসি গ্রুপ।

এছাড়া সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় যারা বিজয়ী হয়েছে

ইংরেজি বক্তব্য, গ-গ্রুপ, রাফাতুল আসবাব মাহদী তালুকদার, বাংলাদেশ এয়ার ফোর্স শাহীন কলেজ, কমলগঞ্জ, বিতর্ক প্রতিযোগিতা (একক), গ-গ্রুপ, মোঃ পারভেজ আহমেদ রাফি- বাংলাদেশ এয়ার ফোর্স শাহীন কলেজ, কমলগঞ্জ, বাংলা কবিতা আবৃত্তি, খ-গ্রুপ, আমেনাতুজ সাদিকা, মুক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয়, জুড়ী, বাংলা কবিতা আবৃত্তি, গ-গ্রুপ, পর্ণাশ্রী দাশ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল, দেশাত্মবোধক গান, খ-গ্রুপ, তনুশ্রী পাল শ্রেয়া, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল, মৌলভীবাজার সদর রবীন্দ্র সংগীত, ক-গ্রুপ, সৃজিতা দেব, দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল, রবীন্দ্র সংগীত, গ-গ্রুপ, সেঁজুতি দেবী, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল, উচ্চাঙ্গ সঙ্গীত, গ-গ্রুপ, সৃজনী দাশ, মৌলভীবাজার সরকারি কলেজ, জারী গান, গ-গ্রুপ, প্রিয়সী দেবনাথ পূজা ও তার দল, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল, নির্ধারিত বক্তৃতা, ঘ-গ্রুপ, মোঃ জহিরুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ,
নৃত্য উচ্চাঙ্গ, ক-গ্রুপ, বিততী রায়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।