ঢাকা, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

উখিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশ: ২০২২-০৫-১৫ ০১:৩৮:০৪ || আপডেট: ২০২২-০৫-১৫ ০১:৩৮:০৪

 

মোহাম্মদ ইমরান, উখিয়া:

সারাদেশের ন্যায় উখিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

উক্ত ফাইনাল খেলায় স্বাগতিক রাজাপালং ইউনিয়ন দল (১-০ গোলে) জালিয়াপালং ইউনিয়ন দল কে হারিয়ে বিজয় হয়। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন, বিজয়ী দলের রাহিদুল ইসলাম সাগর। রেফারির দায়িত্বে ছিলেন, শফিউল আলম, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন, আনোয়ার কামাল ও জয়নাল আবেদীন।

শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলাটি।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন শাহিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, ইমরান হোসাইন সজীব।

উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওমালীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম, ইউপি সদস্য সালাউদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

http://উখিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
খেলায় ধারাভাষ্যেকারের দায়িত্বে ছিলেন, পোস্ট মাস্টার এস.এম জসিম উদ্দিন ও মধ্যে রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নুরুল আবছার।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মে) উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) ২০২২ এর শুভ উদ্বোধন হয়।