ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ২, ২০২৪ ৯:৫৮ পিএম

 

প্রতিনিধি।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানের জায়গা জোরপুর্বক দখল করে স্থাপনা নির্মান করার অভিযোগ উঠেছে স্থানীয় দফাদার আমিনুল হকের বিরুদ্ধে।এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগে ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আদনান চৌধুরী দখল কৃত স্থাপনা উচ্ছেদ করেন।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা কাঞ্জরপাড়া মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, কবরস্থানে জায়গায় মৃত ব্যক্তিরা থাকে ,জীবন্ত মানুষ থাকতে পারে না৷ কানজর পাড়া কেন্দ্রীয় কবরস্থানের জমি’ অবৈধ দখলদারদের হাত থেকে মুক্তি চাই (মৌজা মধ্য হ্নিলা)RS ২১০৫ দাগের, বিএস খতিয়ান নং ০১,বিএস দাগ ২১৮৪ কবরস্থানের ৩.৬৫ শতক জায়গায় প্রভাবশালী দফাদার আমিনুল হক ও নুরুল ইসলাম গংদের হাত থেকে আমরা কবরস্থানের জায়গা উদ্ধার চায়,দলিল যার জমি তার,সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি ৷

স্থানীয় মুসল্লী মোহাম্মদ ইসমাইল বলেন, মসজিদের ৯ কানি জমি দফাদার আমিন গং সমাজের ৮০০ মানুষের কথা না মেনে অবৈধ টাকার প্রভাব অবৈধ ভাবে দখল করতেছে৷

উল্লেখ্য মসজিদের জায়গায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ অপসারণের জন্য গত ৫ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আদনান চৌধুরীর এক নোটিশে ৭ দিনের মধ্যে অবৈধ দখল অপসারণ করার নির্দেশ দিলেও দফাদার নুরুল আমিন তার কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি।পরে স্থানীয়দের সহযোগিতায় কবর স্থানের ৩ একর ৬৫ শতক জায়গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী সরজমিনে এসে উচ্ছেদ অভিযান চালায়।

এদিকে গ্রামবাসীর প্রত্যাশা মসজিদের জায়গায় যেন কোন ধরনের অবৈধ স্থাপনা না থাকে, পাশাপাশি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা৷

কাঞ্জরপাড়া কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস শাকুর কোম্পানি, মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, টেকনাফ উপজেল নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী, সার্ভেয়ার মো.দেলোয়ার হোসেন ও ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা মিজবাহ উদ্দিনের সহযোগিতায় এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছে। এ অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান মহল্লাবাসী।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী সাংবাদিকদের জানান, অবৈধভাবে কবরস্থান দখল করে স্থাপনা নির্মাণ করে এমন সংবাদ পাওয়ার পর এই স্থাপনা উচ্ছেদ করতে অভিযানে আসি।এ জায়গাটি অবৈধ ভাবে দখল করে আসছিল হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের দফাদার আমিনুল হক।

সে সময় চাওয়ার পরিপ্রেক্ষিত তাকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে এই স্থাপনা গুলো নিজ উদ্যোগে সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি সে তা বাস্তবায়ন না করে সরকারি আইন মোতাবেক তার বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।এবং শাস্তির সে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেছেন।

পাঠকের মতামত

  • ছাত্রলীগ নেতা মুরাদের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
  • টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
  • কুতুবদিয়ায় চাচাকে হারিয়ে দ্বীপের হাল ধরলেন ব্যারিস্টার 
  • মুজিবুর রহমানকে ৮ হাজার ৭শ ৩৬ ভোটে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবছার
  • ঝাউবাগানে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩০হাজার উদ্ধার
  • র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ-বিয়ার উদ্ধার,পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৩
  • টেকনাফ সীমান্তে আসছে বিস্ফোরণের আওয়াজ
  • ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা ১০ ও ১১ মে
  • মেরিন ড্রাইভে চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন,মূলহোতা গ্রেপ্তার
  • টেকনাফে র‌্যাবের অভিযানে এক অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রসহ আটক
  • ছাত্রলীগ নেতা মুরাদের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

               জাহাঙ্গীর আলম,টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফের ছাত্রলীগ নেতা শাহ রিয়ার মুরাদের হত্যাকারীদের আগামী ...

    টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ উপজেলার খোনকারপাড়া ও ডেগিল্লার বিল এলাকায় পৃথক দুটি অভিযানে ...

    কুতুবদিয়ায় চাচাকে হারিয়ে দ্বীপের হাল ধরলেন ব্যারিস্টার 

              অনলাইন ডেস্ক রিপোর্ট ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ১ম ধাপে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত ...

    মুজিবুর রহমানকে ৮ হাজার ৭শ ৩৬ ভোটে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবছার

               নিজস্ব প্রতিবেদক কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর ...

    ঝাউবাগানে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩০হাজার উদ্ধার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ...

    র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ-বিয়ার উদ্ধার,পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৩

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ও উখিয়ার পালংখালী বাজার এলাকায় পৃথক দুটি ...