প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩ ৫:৪৬ পিএম
উখিয়া প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বাদি হয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের সাইবার ট্রাইবুন্যালে এই মামলাটি করেন।
মামলার বাদি পক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগের সাইবার ট্রাইবুন্যালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের হয়েছে।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি কক্সবাজারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।
মামলার বাদি কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল জানিয়েছেন, ২০১৯ সালের ৩১ মার্চ কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত ভোটে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতিক নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তার বড় ভাই মাশেদুল হক রাশেদ স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন। এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান এসএম ইমরুল কায়েস চৌধুরী গত ৬ জুন কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবনিয়াছড়া এলাকায় একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। যেখানে ইমরুল তাকে (কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলকে) উদ্দেশ্য করে বলেন, ২০১৯ সালে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি আটটি কেন্দ্রে ভোট ডাকাতি করেছি বলেই আপনি উপজেলা চেয়ারম্যান।
২০১৯ সালে অনুষ্ঠিত কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে আমি আটটি কেন্দ্রে ভোট ডাকাতি করেছিলাম। তা না হলে আপনি জুয়েল উপজেলা চেয়ারম্যান হতে পারতেন না। একই বক্তব্য ইমরুল তাকে (জুয়েলকে) অকৃতজ্ঞ, অমানুষ বলে মন্তব্য করেছেন।
জুয়েল বলেন, এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে আমার মানহানি ছাড়াও সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণকে বির্তকিত করা হয়েছে। তাই আমি মামলাটি দায়ের করেছি।
জুয়েল জানান, ইমরুলের এই বক্তব্যের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের নির্দেশে কক্সবাজারের জেলা প্রশাসক তদন্ত করে প্রতিবেদন পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। এরপরই ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।
যদিও এ ধরণের বক্তব্য প্রদানের বিষয়টি অস্বীকার করে ইতিমধ্যে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি প্রচার করেছে তা এডিটিং করা। ওটা তার বক্তব্য না।

পাঠকের মতামত

  • আবারো ব্যাপক জনপ্রিয়তা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর
  • এনজিও সংস্থা বিটা’র বিভিন্ন সেবার উপকারভোগিদের নিয়ে লিংকেইস সভা অনুষ্ঠিত
  • টেকনাফ সীমান্ত দিয়ে আশ্রয় নিলো মিয়ানমারের আরো ৫ বিজিপি সদস্য
  • ছাত্রলীগ নেতা মুরাদের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
  • টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার
  • কুতুবদিয়ায় চাচাকে হারিয়ে দ্বীপের হাল ধরলেন ব্যারিস্টার 
  • মুজিবুর রহমানকে ৮ হাজার ৭শ ৩৬ ভোটে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবছার
  • ঝাউবাগানে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩০হাজার উদ্ধার
  • র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ-বিয়ার উদ্ধার,পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৩
  • টেকনাফ সীমান্তে আসছে বিস্ফোরণের আওয়াজ
  • আবারো ব্যাপক জনপ্রিয়তা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর

               নিজস্ব প্রতিবেদক:: আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবারো ব্যাপক ...

    ছাত্রলীগ নেতা মুরাদের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

               জাহাঙ্গীর আলম,টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফের ছাত্রলীগ নেতা শাহ রিয়ার মুরাদের হত্যাকারীদের আগামী ...

    টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ উপজেলার খোনকারপাড়া ও ডেগিল্লার বিল এলাকায় পৃথক দুটি অভিযানে ...

    কুতুবদিয়ায় চাচাকে হারিয়ে দ্বীপের হাল ধরলেন ব্যারিস্টার 

              অনলাইন ডেস্ক রিপোর্ট ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ১ম ধাপে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত ...

    মুজিবুর রহমানকে ৮ হাজার ৭শ ৩৬ ভোটে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবছার

               নিজস্ব প্রতিবেদক কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর ...

    ঝাউবাগানে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩০হাজার উদ্ধার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ...