সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ ১০:৪২ পিএম

মহান সশস্ত্র বাহিনী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত আক্রমণের সূচনা করে। এর ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় ত্বরান্বিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও ২১ নভেম্বর যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হয়।

 

এরই ধারাবাহিকতায় সোমবার, ২১ নভেম্বর রামু সেনানিবাসে একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ২০৪ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান -প্রধান অতিথি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান।

এরপর প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রদত্ত তাঁর স্বাগত ভাষণের শুরুতেই স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানান অগণিত বীর শহিদদের ও সাহসী বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে কাঙ্খিত স্বাধীনতা। বিশেষ করে তিনি মুক্তিযুদ্ধে কক্সবাজার অঞ্চলের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের প্রতি জানান বিনম্র শ্রদ্ধা।

এছাড়াও তিনি আগত সকল মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি মহিমান্বিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি তার ভাষণে বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পাবর্ত চট্টগ্রামে সন্ত্রাস দমন, জঙ্গী দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমুলক কর্মকান্ডের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি আরো বলেন যে, আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার সবসময় আন্তরিক রয়েছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ রামু

  • ঈদগাঁওতে বাঁশ ভর্তি জিপগাড়ীর সাথে সংঘর্ষে ইজিবাইক চালক নিহত
  • টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার
  • মেরিন ড্রাইভে পাশে মাটির নিচে পুঁতে রাখা রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার
  • বিজিবির অভিযানে ৮কেজি অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার
  • কিশলয় বালিকা স্কুলে শিক্ষক-শিক্ষিকা সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
  • টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাত চক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার 
  • চকরিয়া-পেকুয়ায় বিভিন্ন মামলায় আওয়ামীলীগের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ঈদগাঁওতে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিসহ গ্রেফতার-২
  • উখিয়ায় ইজিবাইক টমটম মালিক সমিতির কার্যালয় শুভ উদ্বোধন 
  • রামুর আলোচিত ব্যবসায়ি রাশেদ হত্যাকান্ডের প্রধান আসামী মোতাহের হোসেন গ্রেফতার
  • ঈদগাঁওতে বাঁশ ভর্তি জিপগাড়ীর সাথে সংঘর্ষে ইজিবাইক চালক নিহত

               সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও বাস-স্টেশনের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে  অটোরিকশা চালক। ...

    টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ...

    মেরিন ড্রাইভে পাশে মাটির নিচে পুঁতে রাখা রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভের পাশে পুঁতে রাখা এক রোহিঙ্গা নারীর মৃতদেহ ...

    বিজিবির অভিযানে ৮কেজি অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২০কোটি ৯৯লক্ষ ৫০ হাজার টাকা ...

    টেকনাফে পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাত চক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার 

               আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে  অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য ...

    চকরিয়া-পেকুয়ায় বিভিন্ন মামলায় আওয়ামীলীগের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার

             মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় আওয়ামীলীগের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ...

    ঈদগাঁওতে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিসহ গ্রেফতার-২

               সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিরসহ আওয়ামীলীগ-যুবলীগের ২ নেতা ...