রংপুরে দলীয় কার্যালয়ে জিএম কাদেরের সমর্থকরা

রংপুরে দলীয় কার্যালয়ে জিএম কাদেরের সমর্থকরা

সিএসবি ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ ১১:০১ পিএম

জাতীয় পার্টি থেকে দলের সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত দলের চেয়ারম্যান জিএম কাদের ও রাঙ্গা সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং পাল্টাপাল্টি দুই নেতার কুশপুতুল দাহ করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবারও (১৫ সেপ্টেম্বর) দিনভর এ নিয়ে উত্তেজনা ছিল।

এছাড়া রাঙ্গার সমর্থকরা যে কোনো সময় রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয় দখল করতে পারে, এমন আশঙ্কায় জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নগরীর জেলার জাতীয় পার্টির কার্যালয়ে বুধবার রাত থেকে অবস্থান নেন। বৃহস্পতিবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাঙ্গা সমর্থিত কোনও নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।

এ বিষয়ে সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, দলীয় কার্যালয় দখলে রাখার কোনও বিষয় নেই। আমরা প্রতিদিনই দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করি। এরই অংশ হিসেবে অফিসে আছি।

তবে দলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বলেন, বৃহস্পতিবার রাঙ্গার সমর্থক কয়েকজন নেতাকর্মী গোপনে নগরীর জীবন বীমা করপােরেশন কার্যালয়ের সামনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ায়।

খবর পাওয়ার পর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এরপর রংপুর প্রেসক্লাবের সামনে রাঙ্গার কুশপুতুল দাহ করা হয়। এছাড়া গত রাত থেকেই দলের চেয়ারম্যানের সমর্থকরা কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন।

এদিকে বুধবার রাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।

তবে ওসি মোস্তাফিজার রহমান জানান, বিশৃঙ্খলা এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ জিএম কাদের

  • কাপ্তাই সেনা জোনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের মতবিনিময়
  • রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী নিহত
  • ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে
  • চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • ধানবোঝাই ট্রাক্টরের চাপায় নারী নিহত
  • র‌্যাবের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত সর্দার এক সহযোগীসহ গ্রেফতার
  • মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ
  • রাজাপালং ইউপি’র ২০২৩-২৪ অর্থবছরের প্রায় দুই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • র‌্যাবের পৃথক অভিযানে ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
  • শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে রামুর ইপ্সিতা
  • কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বক্তারা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে

             কাপ্তাই প্রতিনিধি:: প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসন ...

    র‌্যাবের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত সর্দার এক সহযোগীসহ গ্রেফতার

               নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফ হ্নীলার জাফর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, কাতুর্জ ও ৫০ ...

    রাজাপালং ইউপি’র ২০২৩-২৪ অর্থবছরের প্রায় দুই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

               রতন কান্তি দে:: তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ...