কক্সবাজার সংবাদপত্র কর্মকর্তা পরিষদ’র প্রথম বর্ষ পূর্তি উদযাপন
প্রকাশ: ২০১৫-১২-০১ ২০:১০:৩৩ || আপডেট: ২০১৫-১২-০১ ২০:১৪:১৮

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজার জেলা হতে প্রকাশিত বিভিন্ন পত্রিকার কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন কক্সবাজার সংবাদপত্র কর্মকর্তা পরিষদ’র ১ম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ১ ডিসেম্বর বেলা ১১টায় দৈনিক ইনানী পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দৈনিক কক্সবাজার পত্রিকার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দৈনিক ইনানী পত্রিকার ব্যবস্থাপক এম. নুরুল হক চকোরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দৈনিক আজকের কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দু করিম, সাধারন সম্পাদক দৈনিক হিমছড়ির ব্যবস্থাপক মোহাম্মদ কায়সারুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার ব্যবস্থাপক বিজয় কুমার ধর, প্রচার সম্পাদক দৈনিক কক্সবাজারের প্র“ফ রিডার অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সংগঠনের কার্য নির্বাহী কমিটির সদস্য দৈনিক রূপসীগ্রামের মহাব্যবস্থাপক বাবুল দত্ত, দৈনিক কক্সবাজারের ম্যানেজার উৎসব পাল, দৈনিক সকালের কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার মোহাম্মদ সাকের উল্লাহ, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার প্র“ফ রিডার এড. শফিকুল ইসলাম, দৈনিক কক্সবাজারের প্রেস ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, দৈনিক হিমছড়ির প্রেস ইনচার্জ মোহাম্মদ শরীফ উদ্দিন মিন্টু ও দৈনিক কক্সবাজারের অফিস সহকারী মোহাম্মদ রুবেল প্রমুখ।
সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।