ঢাকা, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

কাপ্তাইয়ে শিক্ষক জসিম উদ্দিনের মৃত্যু, বিভিন্ন মহলে শোক

প্রকাশ: ২০২২-০৮-০৭ ২৩:০৭:০৭ || আপডেট: ২০২২-০৮-০৭ ২৩:০৭:০৭

 

কাপ্তাই প্রতিনিধি::
ঐতিহ্যবাহী কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন মজুমদার (৫১) মারা গেছে।

রবিবার বিকেল প্রায় সাড়ে ৫ টায় চট্টগ্রাম সার্জেস্কোপ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বোন ক্যান্সার, কিডনী, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন জানান, শিক্ষক জসিম উদ্দিন একজন সৎ, আদর্শবান এবং সাদা মনের শিক্ষক ছিলেন। ওই শিক্ষকের মৃত্যুতে স্কুল শিক্ষক, ছাত্র, অভিভাবক, স্কুল কমিটিসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে যান। রবিবার রাত ৯ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তাকে কুমিল্লা জেলার লাকসামের নিজ গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে রওনা করা হয় বলে জানা গেছে।