ঢাকা, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটেকে জরিমানা

প্রকাশ: ২০২২-০৭-২৬ ১২:৪৪:০৪ || আপডেট: ২০২২-০৭-২৬ ১২:৪৫:০৮

জেলা প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করায় আরিফুল ইসলাম (২২) ও মুরাদ আলী (২০) নামে দুই বখাটে তরুণকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার দিয়ারপাড়া দাখিল মাদরাসার সামনে তাদের জরিমানা করা হয়।

আরিফুল উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে আর মুরাদ একই গ্রামের হাসেন মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দিয়ারপাড়া দাখিল মাদরাসায় ছাত্রীদের উত্ত্যক্ত করে ওই দুই বখাটে। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খাঁন।

এসময় পুলিশ দুই বখাটেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। আটক দুজন তাদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খাঁন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএসবি-টুয়েন্টিফোর;২৬/৭ঃঅ/+১২৬(০৩অ-০০১৩১)