ঢাকা, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজার সৈকতে ১ম জাতীয় জুজুৎসু বীচ প্রতিযোগীতার উদ্বোধন আজ

প্রকাশ: ২০২২-০৭-১৯ ১১:০৩:০৮ || আপডেট: ২০২২-০৭-১৯ ১১:০৩:০৮

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দুই দিনের ‘শেখ কামাল স্মৃতি চ্যালেঞ্জ কাপ ১ম জাতীয় জুজুৎসু বীচ প্রতিযোগীতা’র উদ্বোধন হচ্ছে আজ মঙ্গলবার সকালে।
দুই দিনের আয়োজনে সারাদেশের ২৩০ জন প্রতিযোগী অংশ নেবেন। যাদের মধ্যে কক্সবাজারের প্রতিযোগী আছেন ১৫ জন।
প্রতিযোগীতার আয়োজক বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন। এতে পৃষ্ঠপোষকতা করছে লুপি স্টার এবং সার্বিক সহযোগীতা করছে জেলা ক্রীড়া সংস্থা।
প্রতিযোগীতার উদ্বোধন উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন। প্রতিযোগীতার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম নিউটন ও এসাসিয়েশনের কক্সবাজার শাখার আহ্বায়ক উদয় শংকর পাল। এসময় উপস্থিত ছিলেন কারাতে প্রশিক্ষক জয়দেব পাল, কারাতে খেলোয়াড় ইয়াছিন আরাফাত, আইমান ও ফরিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ১১ টায় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এ প্রতিযোগীতার উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স।