ঢাকা, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

ভারত-সার্বিয়ার খেলোয়াড়দের ছাড়িয়ে সেরা বাংলাদেশের সুমি

প্রকাশ: ২০২২-০৭-১৬ ১৪:০১:৫৯ || আপডেট: ২০২২-০৭-১৬ ১৪:০১:৫৯

স্পোর্টস ডেস্কঃ

বিগত ২০১৭ সাল থেকে মালদ্বীপের ঘরোয়া হ্যান্ডবল টুর্নামেন্টে খেলে আসছেন বাংলাদেশের সুমি বেগম। আগের দুবার সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছিলেন। এবারও মাকিতা হাভারু উইমেন্স হ্যান্ডবলে ৫৪ গোল করে ছাড়িয়ে গেছেন সবাইকে। পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও।

শুক্রবার রাতে ফাইনাল খেলেছে তার দল ফিট ফেমিনিন। সুমি সর্বোচ্চ গোলদাতা হলেও ফাইনাল জিততে পারেনি তার দল। এ নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও অখুশি নন ২০১২ সাল থেকে লাল-সবুজ দলে খেলা সুমি।

৭ দলের টুর্নামেন্টে প্রতিটি দলে ভারত, সার্বিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুজন করে খেলোয়াড় খেলেছেন। সবচেয়ে গর্বের বিষয়টি হলো স্থানীয় ও বিদেশি খেলোয়াড়ের মধ্যে পারফরম্যান্সের দিক দিয়ে সুমি অন্য সবাইকেও ছাড়িয়ে গেছেন।

মালদ্বীপ থেকে এই হ্যান্ডবল খেলোয়াড় বলেছেন, ‘আমি আমার মতো করে চেষ্টা করেছি। গোলও পেয়েছি। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়দের মধ্যে আমার নাম রয়েছে, খুশি বলতে পারেন। যদিও দল চ্যাম্পিয়ন হতে পারেনি। দলে নবীন খেলোয়াড় বেশি থাকায় ট্রফি জেতা হয়নি।’

এবার সুমির সঙ্গে একই দলে বাংলাদেশ থেকে প্রথমবার খেলেছেন মাসুদা আক্তার। দুজনেই মালদ্বীপে যাওয়া আসার টিকিট ছাড়া সম্মানজনক পারিশ্রমিকও পেয়েছেন।

সিএসবি-টুয়েন্টিফোরঃ ১৬/৭ঃ-স-২৮.-১