
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে। আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল আটটার দিকে সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়া পয়েন্টে আব্দুর রশিদ মাঝি (৩৫) নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
শনিবার সকাল দশটায় সেন্টমার্টিন বাজারে মাছটি নিয়ে গেলে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনে নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে রশিদ মাঝির নেতৃত্বে ১০-১২ জন মাঝিমাল্লা মাছ ধরতে রওনা হন। তারা সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে জাল ফেলেন। তাদের জালে ধরা পড়ে বোল মাছটি।
এ বিষয়ে জেলে আব্দুর রশিদ মাঝি বলেন, মাছটির ওজন ১৫০ কেজি। স্থানীয় বাজারে মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছি। এসময় তিনি মাছের ন্যায্য দাম পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই মাছটি বিরল প্রজাতির। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত। এ মাছ সচরাচর ধরা পড়ে না। বছরে দু-একটি সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ধরা পড়ে থাকে।
উল্লেখ্য, শরীরজুড়ে ধূসর রঙের ওপর ছোপ ছোপ লাল দাগ আর নীলরঙা চোখের এই মাছের নাম ‘বোল মাছ’।
সেন্টমার্টিন দ্বীপের প্রবাল এলাকার পাথরের মধ্যে এই মাছ বেশি পাওয়া যায়। এই প্রজাতির মাছ স্বাদে অনন্য। তাই, সেন্টমার্টিনে পর্যটক ও স্থানীয়দের মাঝে এ মাছের চাহিদা অনেক বেশি।
পাঠকের মতামত