নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিবছরের ন্যায় চলতি বছরেও কক্সবাজারের উখিয়ায় রুহুল্লার ডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটির উদ্যোগে আবাল-বৃদ্ধ বণিতার সম্মিলিত অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২১ এপ্রিল বিকেল চারটায় রুহুল্লার ডেবাস্থ সবুজ চত্বরে প্রায় সাড়ে তিনশো’র অধিক ধর্মপ্রাণ মুসল্লির সক্রিয় অংশগ্রহণে উক্ত মাহফিল সম্পন্ন হয়।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী আইয়ুব খাঁনের ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং এম.ইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক হযরত মাওলানা আবুল ফজল।
এ সময় নুরুল হুদা খোকন বলেন, প্রচারের জন্য নয়। মূলতঃ বিশ্বব্যাপী দ্বীনি ইসলামের প্রসারের নিমিত্তে আমাদের এই কর্মযজ্ঞ। আমাদের সৃষ্ট কর্মে অনুপ্রাণিত হয়ে আরো দশজন আগামীতে এ ধরণের মিলন ক্ষেত্রে শরিক হবে এই আমাদের প্রত্যাশা। প্রতিবছরের ন্যায় এবছরেও মহান আল্লাহর অশেষ কৃপায় আমরা সফলভাবে মাহফিল সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আশা করছি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, উক্ত ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করার নেপথ্যে এসএসসি ২০১৮’ব্যাচ নিরলস শ্রম প্রদান করেছেন।
সিএসবি-টুয়েন্টিফোর; ২১/৪-(ঢ)
পাঠকের মতামত