
মোহাম্মদ ইমরান খান, উখিয়া:
প্রাকৃতিক দূর্যোগ কেন হয় সেটা একমাত্র আল্লাহ ভাল জানেন। তবুও প্রাকৃতিক দূর্যোগ প্রশমনে সচেতনতার কোন বিকল্প নাই।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রাক্ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু’র ৭ কোটি কম্বল বিতরণের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, শুধু প্রাকৃতিক দূর্যোগ নয়, মানব সৃষ্ট দূর্যোগ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
উখিয়া উপজেলা পরিষদের উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার এর সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা প্রকৌশলী অফিসার রুকুনুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, আইএসসিজি এর সেক্টর সাপোর্ট অ্যাসোসিয়েট হাসান বান্না চৌধুরী, ইউএনডিপি প্রতিনিধি দেওয়ান জিন্নাহ রেড ক্রিসেন্ট আইএফআরসি’র ওবাইদুল হক মুন্না, রেড ক্রিসেন্ট এর আব্দুল সামাদ, কেয়ারের মোহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা সিপিপি টিম লিডার আবুল হোসেন রাজু, উখিয়া অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমূখ।
পাঠকের মতামত