
সংবাদদাতা :
উখিয়া কলেজের প্রশিক্ষক শাহ আলম কাজল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)।
তাঁর মৃত্যুতে উখিয়া কলেজ গভর্ণিং বডি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কুমার দাশ।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এর আগে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছিলেন।
তিনি কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া এলাকার বাসিন্দা মো: ইউসুফের ছেলে।
আজ রাত ১০টায় স্থানীয় কবরস্থানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এমনটি জানিয়েছেন উখিয়া কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী ও সহকারী অধ্যাপক সৈয়দ আকবর।
বিবৃতিতে সহকর্মী শাহ আলম কাজলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলেজ পরিবার।
পাঠকের মতামত