সিএসবি টুয়েন্টিফোর:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের পরলোক গমন করেছেন।
আজ (১৯ এপ্রিল), মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
গতকাল ১৮ এপ্রিল, সোমবার রাতে অসুস্থতাবোধ করলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউ (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) বিভাগে ভর্তি করা হয়। সেখানে অবস্থা ক্রমশ আরো অবনতি হতে থাকলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ চট্রগ্রাম মেডিকেলে রেফার করেন।
আজকে প্রস্তুতি সেরে সন্ধ্যা ৬টার দিকে এম্বুলেন্সযোগে তাকে নিয়ে চট্রগ্রামের উদ্দেশে রওনা দেয়া হলে পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে রামু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ছোট ভাই সিপন বড়ুয়া।
ভদন্ত সারমিত্র মহাথের ১৯৭০ সালের ১ জানুয়ারি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আনন্দমোহন বড়ুয়া এবং মাতার নাম চারুবালা বড়ুয়া। শিশুকাল থেকেই তিনি প্রব্রজ্যাধর্মে দীক্ষিত হন। পরে বিশ বছর পূর্ণ হলে উপসম্পদা তথা ভিক্ষুধর্ম গ্রহণ করেন।
ভদন্ত সারমিত্র মহাথের একাধারে একজন আবাল্য ব্রহ্মচারী, সুবক্তা এবং অত্র অঞ্চলের একজন জেষ্ঠ্য বৌদ্ধ ভিক্ষু ছিলেন। বৌদ্ধ সমাজে তাঁর ব্যাপক পরিচিতি ছিল।
পাঠকের মতামত