
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৬ ইউনিয়নের জনপ্রতিনিধি ও অফিসার্স ক্লাব এর উদ্যোগে বৃহস্পতিবার (০৭এপ্রিল) রাত ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাধানগর ইউনিয়ন পরিষদের ৩য় বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু জাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান -এর কর্মদক্ষতা ও সফলতা সম্পর্কে স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর।
অন্যদের মধ্যে মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সামাদ, তোড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ , আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম কচি, ধামোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল, বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বনিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ. রায়হান চৌধুরী রকি এবং বিদায়ী অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা ওসি একেএম মেহেদী হাসানের ভূয়সী প্রশংসা করে তাঁর সাফল্য কামনা করেছেন।
আলোচনা সভা শেষে বদলীজনিত ওসি’র হাতে আনুষ্ঠানিকভাবে উপহার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভাপতি সহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ।
উল্লেখ্য যে, গত ২ ডিসেম্বর ২০২১ তারিখে একেএম মেহেদী হাসান আটোয়ারী থানায় ওসি হিসেবে যোগদান করেন। আটোয়ারীতে মাত্র চার মাস দায়িত্ব পালন করে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিদায়ী ওসি জানান, তাঁর পরবর্তী কর্মস্থল স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) ঢাকা।
পাঠকের মতামত