প্রকাশিত: ০২/০৪/২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
কাপ্তাইয়ে সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

 

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই:
৭০ দশক থেকে ৯০ দশক পর্যন্ত কাপ্তাইয়ে মাঠ কাঁপিয়েছেন আসলাম খান। খেলেছেন ঢাকার স্বনামধন্য ভিক্টোরিয়া, ওয়ারী, ধানমন্ডী ক্লাবসহ চট্টগ্রামের মোহামেডান ক্লাবে।

সর্বশেষ ১৯৯৩ সালে ভিক্টোরিয়া ক্লাবের হয়ে তিনি খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। ৬৩ বছর বয়সী কাপ্তাইয়ের এই কৃতি খেলোয়াড় দীর্ঘ ৩০ বছর পর আবার মাঠে নামেন।

এছাড়া সাবেক জাতীয় দলের খেলোয়াড় কাপ্তাইয়ের সন্তান ডিফেন্ডার বিপ্লব মারমা সর্বশেষ ফরাশগঞ্জ হয়ে খেলেছেন ২০০০ সাল পর্যন্ত। তিনিও ২২ বছর পর আবারও মাঠে নামেন।

এছাড়া রাঙামাটির ফুটবল অঙ্গনের জনপ্রিয় মুখ সাবেক জাতীয় দলের কৃতি ফুটবলার কিংশুক চাকমা, রাঙামাটির কৃতি ফুটবলার আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল, ওয়াশিংটন চাকমা, রনবীর চাকমা, কাপ্তাইয়ের সাবেক কৃতি ফুটবলার সন্তোষ দাশ, মংসিলা মারমা, জনি মারমা, বাবু খান, বাথুই মারমা, এই প্রজন্মের পিলু, মঈনুদ্দীন মিঠু, ডিকসন, মাহাবুব হাসান বাবু, শাহআলম, আকিদ সহ একঝাঁক প্রবীন ও নবীন কৃতি ফুটবলার।

এদের অনেকে খেলা ছেড়েছেন গত ২০ থেকে ৩০ বছর আগে। এসব কৃতি ফুটবলারদের মিলন মেলা বসেছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম ব্রিকফিল্ড মাঠে।
অনেকে প্রাণের টানে পুরানো সেই চিরচেনা মাঠে আবারও বুট পরে ফুটবল নিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেন সেই সোনালী দিনে। প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হলো চন্দ্রঘোনার কেপিএম ব্রিক ফিল্ড মাঠ।

সোনালী অতীত ক্লাব, কাপ্তাইয়ের আয়োজনে শনিবার (২ এপ্রিল) বিকেলে কেপিএম ব্রিক ফিল্ড মাঠে অনুষ্ঠিত হয় সোনালী অতীত ক্লাব, কাপ্তাই বনাম
রাঙামাটি জেলা ফুটবল একাডেমির মধ্যে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ। খেলায় ৩-০ গোলে বিজয়ী হয় কাপ্তাই সোনালী অতীত ক্লাব। এই দলের হয়ে গোল করেন লুকাস ও সোহেল। সাবেক কৃতি ফুটবলার আসলাম খান এদলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।

অপরদিকে, রাঙামাটি জেলা ফুটবল একাডেমির অধিনায়কের দায়িত্ব পালন করেন সাবেক খেলোয়াড় আঞ্চলিক পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী কামাল। দুই দলে সর্বমোট ৪০ জন খেলোয়াড় অংশ নেয়।

এই প্রীতি ফুটবল ম্যাচের অন্যতম আয়োজক কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং কাপ্তাই সোনালী অতীত ক্লাবের সভাপতি কৃতি ফুটবলার সাহাবুদ্দীন আজাদ জানান, মূলত নতুন প্রজন্মের নিকট সাবেক খেলোয়াড়দের পরিচয় এবং একটি মিলনমেলা করার উদ্দেশ্যে এই আয়োজন।
কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া ও যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু জানান, পুরানো খেলোয়াড়দের সম্মান জানানো এবং নতুনদের পরিচয় করার উদ্দেশ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন কাপ্তাইয়ের আর এক কৃতি ফুটবলার প্রভাত কুসুম বড়ুয়া, সহকারী ছিলেন শাহজালাল চৌধুরী ও তাজুল ইসলাম স্বপন। ধারা বর্ণনায় ছিলেন এমরান হোসেন ও বিজয় মারমা।
খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান কেপিএম ব্রিকফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে, বর্তমান সাধারণ সম্পাদক শফিউল আজম, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সোনালী অতীত ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

এসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের প্রবীন ক্রীড়া সংগঠক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে কে কাপ্তাই সোনালী ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া রাঙামাটি জেলা ফুটবল একাডেমির পক্ষ হতে কাপ্তাইয়ের ৫ বিশিষ্ট জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাঠকের মতামত

  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

    সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

      সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
    আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

    আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

    স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...