
নিজস্ব প্রতিবেদক:
সমাজ সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ উইমেন ইন লিডারশিপ কর্তৃক আয়োজিত স্বর্ণ খচিত ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত হলেন জেসমিন প্রেমা।
তিনি বেসরকারি উন্নয়ন সংগঠন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (স্কাস) এর চেয়ারপার্সন ।
বৃহস্পতিবার ৩১ মার্চ ঢাকার ল্যা মেরিডিয়্যান হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মো: জুলফিকুর হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার এন্ড লিড কনসালটেন্ট গ্রো এন এক্সেল। মনজুলা মোরশেদ, চিফ হিউম্যান রিসোর্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার বাংলালিংক। মোহাম্মদ রিয়াদ হোসেন চিফ হিউম্যান রিসোর্স অফিসার দারাজ বাংলাদেশ। নাজিয়া এন্ড্রেলেভ প্রেমা, প্রেসিডেন্ট ওমেন ইন লেডার্শিপ। নুসরাত জাহান মারকেটিং ডিরেক্টর রেকিট বাংলাদেশ। সায়লা রহমান, ডেপুটি ডিরেক্টর হেড অফ শেয়ার্ড সার্ভিস পিপুল এন্ড অর্গানাইজেশন গ্রামীণফোন লিমিটেড।
জেসমিন প্রেমার পাশাপাশি দেশের প্রতিথযশা সমাজকর্মী ও নারী উদ্দ্যোক্তাদের সম্মাননা দেয়া হয়।
পাঠকের মতামত