
পলাশ বড়ুয়া ॥
বৌদ্ধদের ত্রি-স্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর পক্ষে সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুদানের চেকটি প্রদান করেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুই কোটি টাকা অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মি: সুপ্ত ভূষণ বড়ুয়া।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বিশেষ অনুদানের চেকটি গ্রহণ করেন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ বেগম আরমা দত্ত এম.পি। এ সময় ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া উপস্থিত ছিলেন ।
অসাম্প্রদায়িক চেতনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এম.পি, ধর্ম সচিব কাজী এনামুল হাসান এনডিসি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাঙালি বৌদ্ধরা।
পাঠকের মতামত