নিখোঁজের ৩০ ঘন্টা পর বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার
আব্দুস সালাম, টেকনাফ টেকনাফের মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টাকালে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের ...
আন্তর্জাতিক ডেস্ক।। আজ (২৯ মার্চ) রোহিঙ্গাদের তহবিল সংগ্রহের জন্য যৌথ রেসপন্স প্ল্যান উদ্বোধন করা হবে । জেনেভার ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভার্চুয়ালি যোগ দেবেন। এছাড়া জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধানও এতে উপস্থিত থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর এই তহবিল সংগ্রহ করা হয় এবং মঙ্গলবারের অনুষ্ঠানে ২০২২ সালের জন্য তহবিল সংগ্রহ করা হবে।
জানা গেছে, এবছর ৮৮ কোটি ডলার তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর যা ছিল ৯৫ কোটি ডলার। এর মধ্যে ৬৫ শতাংশ অর্থ জোগাড় করা সম্ভবও হয়েছিল। এই অর্থ প্রায় ১০ লাখ রোহিঙ্গা ও স্থানীয় জনগণের পেছনে ব্যয় করা হবে।
সূত্র : সংবাদ
পাঠকের মতামত