প্রকাশিত: ২৫/০৩/২০২২ ৮:২৩ অপরাহ্ণ , আপডেট: ২৬/০৩/২০২২ ৮:৫৮ অপরাহ্ণ
উখিয়ায় পৈত্রিক সম্পত্তি দখলে নিতে সুপারি গাছ কেটে দিয়েছে আপন ছোট ভাই

 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় জোর পূর্বক পৈত্রিক সম্পত্তি দখলে নিতে সুপারি গাছ কেটে ফেলেছে আপন ছোট ভাই। এ ঘটনায় ভাই-ভাতিজার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ছুরুত আলম। এতে তার প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি।

শুক্রবার (২৫ মার্চ) ভোর ৫টায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্না এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নিরুপায় হয়ে ৯৯৯ এ ফোন দিলে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিন জানা গেছে, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্না গ্রামের মৃত বজলুল করিমের ছেলে ছুরুত আলম তার পৈত্রিক সম্পত্তির ভোগদখলীয় বসতবাড়ীর আশপাশের জমিতে সুপারি বাগান সৃজন করেন।

শুক্রবার ভোররাতে ওই বাগানের ৭০টি সুপারি গাছ এবং পানি চলাচলের প্লাস্টিকের পাইপ নির্দয় ভাবে কেটে দিয়েছে তার ভাই জাফর আলম। এসময় তার সাথে ছিলেন তার দুই সন্তান শহিদুল আলম ও রফিকুল আলম এবং অজ্ঞাতনামা বেশ কিছু সন্ত্রাসী।

ভুক্তভোগী ছুরুত আলম অভিযোগ করে বলেন, প্রায় ৩৮ বছর ধরে আমার ভোগদখলীয় জায়গায় সুপারি গাছ রোপন করি। কিন্তু এ সম্পত্তি দখলে নিতে লোলুপ দৃষ্টি পড়ে ভাইয়ের। তারই জের ধরে তিনি বেশ কিছুদিন আগে থেকে জায়গা দখল নিতে বিভিন্ন পায়তারা ও ষড়যন্ত্র শুরু করলে আমরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করি। কিন্তু তিনি তা কর্ণপাত না করে শুক্রবার ভোর ৫টার দিকে তার সন্ত্রাসী বাহিনী এনে আমার লাগানো ৭০ টি সুপারি গাছ চাষের জমিতে পানি সরবরাহের প্লাষ্টিকের পাইপ কেটে ফেলে।

এসময় আমার পরিবারের সদস্যরা বাধা দিতে এগিয়ে আসলে তাদের মারার হুমকি দেয়। এসময় আমি নিরুপায় হয়ে পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে যান।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের ছুরুত আলমের মেয়ে ও একমাত্র ছেলে বলেন, আমার চাচা এবং চাচাতো ভাইয়েরা সম্পত্তি দখল নিতে বিভিন্ন সময়ে আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছে। বিষয়টি আমরা চেয়ারম্যানকে অবহিত করলে তিনি বিচারের জন্য চাচাকে বললে তিনি বিভিন্নভাবে সময় নিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এরমধ্যে একাধিকবার মেরে ফেলার হুমকিও দিয়েছেন। আমরা চাকরি ও পড়ালেখার কাজে বাইরে থাকি বলে চলতে পথে অনেক বাধা ও হুমকি শিকার হতে হয়। এছাড়া আমরা বাইরে থাকায় বাসায় মা-বাবাকে নিয়ে কোনো অঘটন ঘটাচ্ছে কিনা তা নিয়ে শংকায় দিন কাটাচ্ছি।

এদিকে ভুক্তভোগী ছুরুত আলম এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত জাফর আলমের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যান।

এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন সুপারি বাগান কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

  • টেকনাফে শীর্ষ দুই রোহিঙ্গা ডাকাত অস্ত্র-গুলিসহ আটক
  • রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান
  • রামুতে বাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত
  • টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ মাদক কারবারি আটক
  • সেন্টমার্টিন সাগরে ৫৪৪টি কাছিমের ছানা অবমুক্ত
  • আরাকান আর্মির কাছ থেকে একটি ট্রলারসহ ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি
  • রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর সেলাই মেশিন বিতরন কার্যক্রম সম্পন্ন
  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান

    রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান

    রামু প্রতিনিধি:: রামুতে চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের ময়লা ...
    রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর সেলাই মেশিন বিতরন কার্যক্রম সম্পন্ন

    রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর সেলাই মেশিন বিতরন কার্যক্রম সম্পন্ন

    বার্তা পরিবেশক:: আন্তর্জাতিক মানবিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর উদ্যােগে ...
    ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

    ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

    নিজস্ব প্রতিবেদক:: আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস ...