
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় ডাম্পার ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরো দুইজন।
মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং টিভি কেন্দ্রের সামনে ডাম্পার ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে নিকটস্থ এমএসএফ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোর্শেদ।
শাহপুরীর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারমূখী অটোরিক্সা ও টেকনাফগামী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটেছে।
তাৎক্ষণিক কেউ হতাহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। এছাড়াও আহতদের অবস্থাও আশংকাজনক এমনটি জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন।
পাঠকের মতামত