
পলাশ বড়ুয়া:
অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক কর্মসূচি অনেক কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে শিশুদের মনে এ ধরনের কর্মসূচি অনেক ভালো প্রভাব ফেলে। কারণ শিশুরা স্বর্গীয়। তাদের ভেতর কোন ভেদাভেদ নেই। তাছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অত্যন্ত ভালোবাসতেন।
তারই অংশ হিসেবে রোহিঙ্গাদের এর ভেতর অপরাধ নিয়ন্ত্রণে আমরা তাদের সাথে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছি।
১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোহিঙ্গা শিশুদের শেষে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাঈমুল হক পিপিএম এসব কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ১৪-এপিবিএন প্রায়ই রোহিঙ্গা শিশুদের মাঝে খাবারসহ বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ গ্রহণ করে থাকে।
গতকাল বিকেল তিন ঘটিকায় উখিয়ার ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের টুয়েন্টি এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর পক্ষ থেকে শিশুদের মাঝে জুস, চকলেট সহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাঈমুল হক এর সহধর্মিনী রেহানা ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার পিযুস চন্দ্র দাস, সহকারি পুলিশ সুপার এমরানুল হক মারুফ, সহকারি পুলিশ সুপার আবু হাসান, মোহাম্মদ শাকিল হাসানসহ অন্যান্য অফিসারবৃন্দ।
পাঠকের মতামত