
মোহাম্মদ ইমরান, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে একটি সাড়াশি অভিযান চালিয়ে মাটিভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দ করেছে নবাগত ইউএনও ইমরান হোসাইন সজীব। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার দিবাগত সাড়ে ১২ টার দিকে উখিয়া জালিয়া পালং ইউনিয়নের ইনানীর পাটুয়ারটেক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত ডাম্পার গাড়ি দুটির মালিক ইনানীর নাজিম উদ্দীন মেম্বার এবং জালাল বলে সূত্রে জানা গেছে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাজ উদ্দিন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, ইনানী রেঞ্জ কর্মকর্তা মো: তুসাদ্দেক হোসেন, ও উখিয়া থানার এসআই বিকাশ’সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সাথে ছিলেন।
অভিযানের ব্যাপারে, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। উখিয়ার ইনানী থেকে দুইটি মাটি ভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হলেও কাউকে আটক করতে পারিনি।
পাঠকের মতামত