
পলাশ বড়ুয়া:
দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর বিদায় সংবর্ধনা আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।
রোববার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উখিয়া কলেজের অধ্যক্ষ অজিত কুমার দাশ এর সভাপতিত্বে প্রদান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির বিদায়ী সভাপতি নিজাম উদ্দিন আহমেদ।
তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে কোন ভুলত্রুটি হলে মার্জনা করার কথা বলে কলেজ জিবি’র সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই ভাবে আগামীতেও শিক্ষা ক্ষেত্রে সফলতার জন্য সকলকে সম্মিলিত কাজ করার আহবান জানান।
এর আগে বদলী জনিত বিদায়ী ইউএনও নিজাম উদ্দিন আহমেদকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া কলেজ জিবি’র সদস্যদের মধ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টাে, এনআই চৌধুরী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক আলমগীর মাহমুদ, একাডেমির সুপারভাইজার বদরুল আলম, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু প্রমুখ।
এ সময় উখিয়া কলেজ জিবির অন্যান্য সদস্যসহ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক তহিদুল আলম তহিদ।
পাঠকের মতামত