
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ দেশে চাল, ডাল, তেল, গ্যাস- বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আটোয়ারী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি’র আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আতা’র সঞ্চালনায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ.জে.এম বজলার রহমান জাহেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল ও এ্যাডঃ আদম সুফি, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা , সদস্য আবদুল্লাহ হিল বাকী ও মতিয়র রহমান, যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম দুলাল এবং সদস্য বদিউজ্জামান মানিক প্রমুখ। এসময় উপজেলার ৬ ইউনিয়নের বিএনপি’র নেতা-কর্মীগণ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে উঠে গেছে। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। এজন্য এখনই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
পাঠকের মতামত