
সিএসবি টুয়েন্টিফোর ॥
কক্সবাজারের উখিয়ায় ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে উখিয়া কলেজে কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১০টার দিকে উখিয়া কলেজ প্রশাসন ও ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্ণিং বডির সভাপতি নিজাম উদ্দিন আহমদ।
ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক তহিদুল আলমের সঞ্চালনায় নবীণ বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ অজিত কুমার দাশ, গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, জিবি’র হিতৈষী এন.আই চৌধুরী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আলমগীর মাহমুদ, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু প্রমুখ।
সভার শুরুতে উখিয়া কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ র্যালী সহকারে ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের মাঝে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ এবং মাস্ক, রুটিন বিতরণ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, কলেজ জীবন প্রতিটি শিক্ষার্থীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ সময়। এই সময় প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখায়, খেলাধুলায়, সাংস্কৃতিক চর্চায়, বিতর্ক প্রতিযোগিতায়, প্রযুক্তি জ্ঞানকে সমৃদ্ধ করে তবেই আলোকিত মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে।
পাঠকের মতামত