
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ দুলাল উদ্দিন, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক, সাবেক সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, সাবেক অর্থ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মীগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বঙ্গবন্ধু স্মৃতিচারণে প্রামাণ্য চিত্র প্রদশর্ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত