
শহিদুল ইসলাম::
কক্সবাজারের উখিয়ায় মহান স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার সময় উখিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ, একটি বাড়ি একটি কামার প্রকল্পের সমন্বয়কারী আবদুল করিম ও উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ।পুরো অনুষ্ঠানটি আয়োজন করেন উখিয়া উপজেলা প্রশাসন।
পাঠকের মতামত