শহীদুল ইসলাম:
কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টার সময় উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী ও উখিয়া অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন।
পাঠকের মতামত