প্রকাশিত: ২৬/০২/২০২২ ১২:৩০ পূর্বাহ্ণ , আপডেট: ২৬/০২/২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ
উখিয়ায় পাহাড় খেকো সন্ত্রাসীদের হামলায় বিট কর্মকর্তা আহত!

মোহাম্মদ ইমরান খান:

কক্সবাজারের উখিয়ায় পাহাড় খেকো সন্ত্রাসীদের হামলায় আহত বিট কর্মকর্তাসহ কয়েকজন।

২৫ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুর ১২.৩০ মিনিটের সময় উখিয়া রাজাপালং ইউনিয়ন ৩নং ওয়ার্ড়ের হরিণমারা বাগানের পাহাড় হেলালের ঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইনানী রেঞ্জের আওতাধীন রাজাপালং বনবিটের বিট কর্মকর্তা ক্যাসিং মারমার নেতৃত্বে ৫/৬ জনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযানে গেলে একদল সন্ত্রাসী পরিকল্পিত ভাবে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে একজন গুরুতর আহত হয়। বর্তমানে তিনি উখিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানিয়েছেন, এসব পাহাড় খেকোরা দীর্ঘ একযুগ ধরে বনবিভাগের পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে কৃত্রিম বালু তৈরি করে এবং অবৈধ ভাবে পাহাড় কেটে জমি ভরাট করে আসছে।

এতে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বালু মাটি বিক্রি করে যাচ্ছে। ধ্বংস হচ্ছে পরিবেশ। এইসব সরকার বিরোধী পাহাড় খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে বনবিভাগের কর্মকর্তারা অভিযান চালালে তাদের উপর বারবার অতর্কিত সন্ত্রাসী হামলা হয়।

স্থানীয়রা আরো জানায়, পাহাড় খেকো সিন্ডিকেটটি অনেক শক্তিশালী। তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারোর নেই বললে চলে।

কেননা, তাদের পিছনে সরকার দলীয় কিছু জনপ্রতিনিধি এবং বনবিভাগের গুটিকয়েক কর্মকর্তাদের মতন অনেক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। কাজেই পাহাড় খেকোরা যে, কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে কাউকে ভয় করে না।

এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বিট কর্মকর্তাসহ কয়েকজন পাহাড় খেকোদের হামলার শিকার হয়েছে। এদের একজনের অবস্থা গুরুতর। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তিনি আরো বলেন, আমরা সন্ত্রাসী হামলার বিষয়টি ইতিমধ্যে ইউএনও মহোদয়কে অবহিত করেছি। দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, রাজাপালং বিটের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনে উপর অতর্কিত হামলার বিষয়ে শুনেছি। যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

  • টেকনাফে শীর্ষ দুই রোহিঙ্গা ডাকাত অস্ত্র-গুলিসহ আটক
  • রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান
  • রামুতে বাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত
  • টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ মাদক কারবারি আটক
  • সেন্টমার্টিন সাগরে ৫৪৪টি কাছিমের ছানা অবমুক্ত
  • আরাকান আর্মির কাছ থেকে একটি ট্রলারসহ ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি
  • রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর সেলাই মেশিন বিতরন কার্যক্রম সম্পন্ন
  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান

    রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান

    রামু প্রতিনিধি:: রামুতে চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের ময়লা ...
    রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর সেলাই মেশিন বিতরন কার্যক্রম সম্পন্ন

    রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর সেলাই মেশিন বিতরন কার্যক্রম সম্পন্ন

    বার্তা পরিবেশক:: আন্তর্জাতিক মানবিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর উদ্যােগে ...
    ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

    ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের

    নিজস্ব প্রতিবেদক:: আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস ...