প্রকাশিত: ২২/০২/২০২২ ১২:৫৬ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ’র নেতৃত্বে নেতাকর্মীদের ওপর হামলা, বহিষ্কার দাবি টেকনাফ বিএনপির

 

প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের মিছিলে আব্দুল্লাহর নেতৃত্বে চোরাগুপ্ত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে টেকনাফ উপজেলা বিএনপি।

সোমবার (২১শে ফেব্রুয়ারি) ৬টায় টেকনাফ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদতের উপস্থাপনায় লিখিত বক্তব্যে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকী অভিযোগ করে বলেন, ‘১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা ও তাদের মাগফেরাত কামনা করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে মিছিলে আব্দুল্লাহর পেট্রোল পাম্পের সামনে থেকে জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল্লাহর নেতৃত্বে সশস্ত্র ৫/৬ টি মোটর সাইকেল যোগে টেকনাফ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমদ শফি, ইউনুচ, রফিক , আজিজ, মুন্না, কালো, মোহাম্মদ করিম, নুর কামাল, শাহা আলম বিপ্লবসহ আরো ৪/৫ জন স্বশস্ত্র ভাবে অতর্কিত হামলা চালায়। হামলায় টেকনাফ উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হয়।

এসময় তারা আহত নেতা কর্মীদের মূল্যবান মোবাইল, অর্থ ছিনিয়ে নিয়েছেন। এই হামলায় টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক এইচ এম উসমান গণি, হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, হ্নীলা উত্তর যুবদলের সভাপতি মোহাম্মদ হারুনসহ আরও অনেকে দলীয় নেতা-কর্মীদের প্রতিহত ও পুলিশ প্রশাসনের উপস্থিতির কারনে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে সময় টেকনাফ উপজেলা বিএনপি দলকে শক্ত করে একটি গতিশীল ও শক্তিশালী আন্দোলনমুখী সংগঠন তৈরী করে দলীয় সকল কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে গনতান্ত্রিক ও ভোটাধিকার আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সময় দলের ভেতর ঘাপটি মেরে গ্রুপিং সৃষ্টিকারী সরকারী দলের এজেন্ডা বাস্তবায়নে আত্মস্বীকৃত মাদক ব্যবসায়ী এই বিএনপি নেতার ভাইদের অর্থায়নে দলকে সুসংগঠিত করতে না দেওয়ার জন্য এই চোরগুপ্তা হামলা বলে সাধারণ নেতা কর্মীদের বিশ্বাস। এই ঘটনা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা মাত্র।

দলের নাম ভেঙে দলের ভেতর ঘাপটি মেরে থাকা ও সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কোষাধ্যক্ষ আবদুল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমদ শফিসহ অন্যান্য যাদের সাংগঠনিক দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তাদের পদবী থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় বিএনপি, কেন্দ্রীয় ছাত্রদল জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নিকট আবেদন জানাচ্ছি এবং তাদের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সিদ্ধান্ত নিয়েছেন যারা এই ধরণের হামলা করেছে তাদেরকে স্থানীয়ভাবে যে যে অবস্থায় আছে সেখান থেকে চরমভাবে প্রতিহত করা হবে।’ এক প্রশ্নের উত্তরে সভাপতি হাসান ছিদ্দিকী জানান, এবিষয়ে সাংগঠনিকভাবে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ হাসেম মেম্বার সিআইপি, সাংগঠনিক সম্পাদক এড. সেলিমুল মোস্তফা, আলী আহমদ মেম্বার, মোহাম্মদ কাইয়ুম, জোনাইদ আলী চৌধুরী, এড. রশিদুল আলম চৌধুরী, আবদুল আমিন আবুল, নুরুল হুদা, রফিকুল আলম চৌধুরী, ফয়সাল আমিন দুর্জয়, মোক্তার হোসেন, ওমর সাদেক, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম হদয়, কুদ্দুস, হারুন, হেলাল, আনোয়ার প্রমুখ।

পাঠকের মতামত

  • টেকনাফে শীর্ষ দুই রোহিঙ্গা ডাকাত অস্ত্র-গুলিসহ আটক
  • রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান
  • রামুতে বাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত
  • টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ মাদক কারবারি আটক
  • সেন্টমার্টিন সাগরে ৫৪৪টি কাছিমের ছানা অবমুক্ত
  • আরাকান আর্মির কাছ থেকে একটি ট্রলারসহ ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি
  • রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর সেলাই মেশিন বিতরন কার্যক্রম সম্পন্ন
  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান

    রামু চৌমুহনী বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল প্রদান

    রামু প্রতিনিধি:: রামুতে চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের ময়লা ...
    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...