
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম প্রহরে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অমর একুশের কর্মসূচী শুরু হয়।
পরে সকাল ১০টার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা, ক্ষুদ্র নৃ-গোষ্টীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানা অফিসার ইনচার্জ সঞ্জুর মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা একাডেমির সুপারভাইজার মোঃ বদরুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মিল্টন সেন গুপ্ত, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইরফান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।
এতে আরো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মেধু কুমার বড়ুয়া।
পাঠকের মতামত