
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুইপক্ষের সংঘর্ষে
আবুল কালাম নামে সাব-মাঝি নিহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে ১৪-এপিবিএন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ক্যাম্প-২ ইষ্টের ব্লক বি-৫ ব্লকে এ ঘটনা ঘটেছে।
১৪-এপিবিএন সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের ছেলে ওই ক্যাম্পের সাব মাঝি আবুল কালাম নিজ বসত ঘরের সামনে দুষ্কৃতকারী জনৈক নূর মোহাম্মদ, ইব্রাহীম, ফরিদ, জোবায়ের ও জাবের কর্তৃক মারধরের শিকার হয়।
এ ঘটনার খবর পেয়ে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি টীম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত করে ঘোষনা করেন।
এদিকে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের আটক করতে বালুরমাঠ পুলিশ ক্যাম্প সাড়াশি অভিযান পরিচালনা করছে। তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এমনটি জানিয়েছেন বালুরমাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার এএসপি এ কে এম এমরানুল হক মারুফ।
পাঠকের মতামত