
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ আটোয়ারীতে গাঁজা রাখার অপরাধে দুজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৫ ফেব্রুয়ারী রাতে আটোয়ারী থানার এসআই শাহীন গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জন্মভূমি পার্কের সন্নিকটে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও এক সেবনকারীকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ মুশফিকুল আলম হালিম ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার কুচিশহর এলাকার মোঃ আনছারুল হকের পুত্র মোঃ তৌহিদুল ইসলাম মাসুদ (২৪) কে ১৮মাস ও নগদ ১হাজার টাকা ও একই এলাকার মোঃ কাদের এর পুত্র মোঃ আফাজ (২৬) কে ৩ মাস ও ৫শত টাকা জরিমানা সহ সাজা প্রদান করেন।
উল্লেখ্য যে, আসামিদ্বয়ের নিকট ইয়াবা থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করা হলেও আসামিদ্বয় কে আটকের পূর্ব মুহূর্তে ইয়াবার প্যাকেট ছুঁড়ে ফেলার কারনে ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়নি।
পাঠকের মতামত